1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

জলঢাকায় ও ডিমলায় সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরন

ডেস্ক রিপোর্ট
  • Time শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ Times

নীলফামারীর জলঢাকা ও ডিমলায় শনিবার দিনভর শীতার্ত  দরিদ্র  মানুষদের মাঝে কম্বল বিতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাস। শীত বস্ত্র  বিতরন শুরু হয়।ডিমলার চরাঞ্চল  দক্ষিণ সোনাখুলি গুচ্ছগ্রামে। ৬ ও ৮ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গুলো  গিয়ে শীত বস্ত্র বিতরণ করেছে। এমন কি সেখানকার সোনাখুলি কেয়ার বাধঁ চৌপথী বহুমুখি কিরাতুল কুরআন নুরানী হাফিজিয়া ও কওমী মাদ্রাসার ৩৫ জন ছাত্রদের মধ্যে এ বস্ত্র বিতরণ করা হয়।

 এর পর জলঢাকা উপজেলার বালাগ্রামের ইউনিয়ন পরিষদ মাঠে বৃদ্ধ-বৃদ্ধাদের শীত বস্ত্র বিতরণ করেন তারা এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে অধীনস্হ ৬৬ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটএর তত্ত্ববধানে অধিনায়ক মেজর শাকিল আহমেদের নেতৃত্বে ৫শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বালাগ্রাম ইউনিয়নে সেনাবাহিনীর মেজরের সাথে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার ও পরিষদের ইউপি সদস্য গন।চরাঞ্চলের মানুষগুলো শীত বস্ত্র পেয়ে আনন্দে আবেগপ্লুত  হয়ে বলেন, হামার এত্তিকার খবর কাহোয় নেয়না মেলেটারির ঘর হামাগুলাক কনকনে শীত থাকি বাঁচাইল! সেখান কার ৭০আর ৮৫ বয়সে বৃদ্ধা আছমা আক্তার, রহিমা বেগমও একই কথা বলেন, মেজর শাকিল আহমেদ জানান,বাংলাদেশ সেনাবাহীন পক্ষ থেকে প্রতি শীত কালিন সময়ে এ অঞ্চলের শীতার্ত  মানুষদের শীত বস্ত্র দেয়া হবে।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It