1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

নতুন বই সঙ্গে উপহার! মুখভরা হাসি নিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা 

মোঃ অসীম চৌধুরী
  • Time রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬০ Times

নতুন বছরের প্রথম প্রহরে প্রিয় স্কুলে উপস্থিত

জাতীর পরবর্তী প্রজন্ম। তারা আজ নতুন বইয়ের গন্ধ পাবে। যে বিদ্যার ধারক গ্রন্থ গুলো
সমস্থ বছর জুড়ে আলোকিত করবে তাদের বিবেক’কে, সাহায্য করবে প্রকৃত মানুষ হতে।
এই বিশেষ মূহুর্তে একটি বিদ্যালয় বইকে তাদের হৃদয়ে গেঁথে দিতে নিয়েছে অসাধারণ একটি পদক্ষেপ – নতুন বই সঙ্গে উপহার।
আজ ১ জানুয়ারি রবিবার নীলফামারীর জলঢাকা উপজেলা বি.এ খালিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দৃশ্য চোখে পড়ে।
শিক্ষার্থী মানহা আন নূর জানায়, আমি আজ নতুন বই পেয়েছি ও উপহার সঙ্গে পেয়েছি।  আমার অনেক আনন্দ লাগছে।
৫ ম শ্রেণীর শিক্ষার্থী আলম, রহিমার চোখে আনন্দের ঝিলিক, তারা বলে, খুব ভালো লাগছে। আপাদের ধন্যবাদ।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা নার্গিস নূরানী বলেন, সারাদেশের ন্যায় আজ বই উৎসব পালন হচ্ছে আমার স্কুলে। নতুন বইয়ের প্রতি শিক্ষার্থীদের এখন আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন বই তাদের হৃদয়ে গেঁথে দিতে, আমরা সামান্য উপহার দিয়েছি বইয়ের সঙ্গে।  তাদের হাসিমুখ দেখে ভালো লাগছে।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It