1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রিপোর্টার
  • Time রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩০ Times

মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নীলফামারীর সৈয়দপুরে  মানববন্ধন ও পথসভা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে  ইসলামবাগ শেরু হোটেল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

এরপর সেখানে ও পাশের রসুলপুর এলাকায় দুটি পথসভা করা হয়। পৌর তিন নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের উদ্যোগে ও ওই ওয়ার্ডবাসীর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচীতে এলাকার বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন পৌর তিন নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিলশাদ, সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা চাঁদনী,
সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাদা, হরিজন সম্প্রাদায়ের সহ-সভাপতি জয়লাল, সাধারণ সম্পাদক শ্রী গোপাল প্রমূখ।
বক্তারা বলেন,
এলাকায় মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে এখানে মাদক বিক্রি হচ্ছে।
মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকায় আশংকাজনক হারে চুরি বেড়েছে। হরিজন সম্প্রদায়সহ এলাকার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।
আর মাদকের টাকা জোগাড় করতে মাদকসেবীরাই এ চুরির ঘটনা ঘটাচ্ছে। তাঁরা মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবার ও সমাজকেও ধ্বংস করছে।
তাই প্রশাসনের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
পথসভা শেষে মাদকবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It