1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

মহাকাশে ফুটল জিনিয়া ফুল!

ডেস্ক রির্পোট
  • Time শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪১ Times

পৃথিবীর বাইরে সবজি ফলানো যায় কি না, ফুল ফোটানো যায় কি না- তা নিয়ে ১৯৭০ সাল থেকে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা।

২০১৫ সালে নাসার মহাকাশচারী কিয়েল লিন্ডগ্রেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এ বিষয়ে গবেষণা শুরু করেন। এবার সেই গবেষণাও সফল হল।

মহাকাশ কেন্দ্রে জিনিয়া ফুল ফোটাতে পেরেছেন কিয়েল। যা নিয়ে উচ্ছ্বসিত নাসাও।

পৃথিবীর মাটিতে ঠিক যে রকম জিনিয়া ফুল ফোটে, হুবহু একই রকম ফুল ফুটেছে মহাকাশেও।

সম্প্রতি নাসা জানিয়েছে, মহাকাশে তাদের বাগান শুধু দেখানোর জন্য নয়।

পৃথিবীর বাইরে কীভাবে সবজি ফলানো যায় তার একটা বড় পরীক্ষাও বটে।

নাসা আরও জানিয়েছে, মহাকাশে ফুল ফোটানো অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল।

যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, এমন একটি জায়গায় কী ভাবে গাছ রোপন করা যায়, কীভাবে সেগুলোকে ঠিক মতো পরিচর্যা করে বাঁচিয়ে তোলা যায়, সব কিছু নিয়ে গবেষণা করা হয়েছিল।

সেই গবেষণার ফল অবশেষে পাওয়া গেল।

এর আগে মহাকাশে নানা রকম সবজি ফলিয়েছিলেন নাসার মহাকাশচারীরা।

তার মধ্যে ছিল লেটুস, টমেটোর মতো সবজিগুলো। ফুল ফোটানোর বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল। এ বার সেটাও সফল হল।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It