1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

স্মার্টফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • Time শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫ Times

দিনাজপুরের বীরগঞ্জে স্মার্টফোন কিনে না দেয়ায় সজিব রায় (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

নিজ শয়নঘরে গলায় রওনা দিয়ে আত্মহত্যা করে সে।

সজিব উপজেলার ভোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হতদরিদ্র দিনমজুর সুনীল রায়ের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,সজিব রায় বেশ কিছুদিন থেকে তার বাবা মায়ের নিকট একটি স্মার্ট ফোন কিনে চাচ্ছিলো। অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারায় সে বাবা মার সাথে অভিমান করে।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৩টায় মোবাইল কিনতে চাইলে সজিবকে গালমন্দ করে তার বাবা-মা। আর এতেই অভিমানে সজিব বিকেল ৪টার দিকে শয়ন ঘরে গলায় রওনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন শেষে লাশের সুরাতল রির্পোট তৈরি করেন।

বীরগঞ্জ থানার এসআই মাহফুজ্জামান জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It