1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

জলঢাকায় ২১ বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি স্বনামধন্য একটি কলেজ!

ডেস্ক রিপোর্ট
  • Time বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭ Times

একুশ বছরেও সরকারিভাবে কোন উন্নয়নের ছোয়া লাগেনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি কলেজে। প্রাক-প্রাথমিক থেকে স্কুল, কলেজ গ্রাম-গ্রামান্তরে উন্নয়ন হলেও আজও বঞ্চিত জলঢাকা আইডিয়াল কলেজটি। প্রতিষ্ঠানটি স্থাপিত  হয় ২০০২ সালের ২৭শে এপ্রিল। যেখানে এমপিও ও ননএমপিও মিলে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৬৩ জন। উ”চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৯শত জন। এ প্রতিষ্ঠানটির প্রথম সভাপতি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানটিতে জমির পরিমাণ ৭৫ শতক। জমি দাতাদ্বয় হলেন, আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী ও অধ্যক্ষ আজিজুল ইসলাম। প্রতিষ্ঠানটিতে গণমাধ্যম কর্মীরা গতকাল মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, সেখানে শুধু সংকট আর সংকট। বড় বিল্ডিং নেই, মেয়েদের কমনরুম, অডিটরিয়াম, ক্লাব নেই বললেই চলে। মাত্র একটি শৌচাগার আছে সেটি ব্যবহার করে ছাত্র-ছাত্রী, শিক্ষক/কর্মচারীরাও। এমন কি শ্রেণি কক্ষেরো সংকট রয়েছে। বাউন্ডারী নেই। তবুও সেখানে পাঠদান বেশ নাম কুরিয়েছে। সেখানকার শিক্ষার্থী বিথী আক্তার, অবিনাশ চন্দ্র রায়, অনন্ত কুমার রায়, সুরভী রানী রায়, পূজা রানী রায়, প্রতিমা রানী রায়সহ তারা সকলেই সাংবাদিকদের জানান, এ কলেজের পড়াশুনার মান বেশ ভালো। পরিবেশ বেশ সুশৃঙ্খল, শিক্ষকদের পাঠদান ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। কিন্তু‘ আমাদের অনেক কিছু সংকট। যদি সরকার এই কলেজটির দিকে দৃষ্টিপাত করেন তবেই এখানে উন্নয়ন হওয়া সম্ভব! আর আমরাও পেয়ে যাবো স্বা”ছন্দ্যময় একটি বিদ্যাপীট। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রশিদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি চলতি বছরের ২৬ শে জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। আমাদের কলেজে উন্নয়ন নেই অনেকদিন হলো। আমি সরকারের সু-দৃষ্টি কামনা করছি অন্তত ৯শত শিক্ষার্থীর কথা ভেবে ,আমাদের কলেজের ২১ বছর ধরে উন্নয়ন নেই। বর্ষা আসলেই পানিতে ডুবে যায় কলেজটির মাঠ। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে করে শিক্ষার্থীসহ শিক্ষকদের ভোগান্তি পোহাতে হয়। প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ ০৯ বছর ধরে পদে রয়েছে। এ বিষয়ে শিক্ষক মহলের দাবী সরকারের কাছে স্মার্ট বাংলাদেশের সাথে সাথে এ কলেজটিও যাতে স্মার্ট কলেজ হিসেবে পরিচয় দিতে পারে।

 

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It