1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

জলঢাকায় ইউএসএস এর উদ্যোগে আন্তজার্তিক কন্যা শিশু দিবস উৎযাপন

ডেস্ক রিপোর্ট
  • Time বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫ Times

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর ইয়ুথ লার্নিং সেন্টার (ওয়াইএলসি) এর লার্নার ও ইয়ুথদের নিয়ে ১১ অক্টোবর ২০২৩ জলঢাকা সিএলসি প্রাঙ্গনে ‘আন্তজাতিক কন্যা শিশু দিবস’ উৎযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ইনভেষ্ট ইন গালস সাইটস: ‘আওয়ার লিডারশীপ আওয়ার ওয়েল- বিং’। মো: জমিল (প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইউএসএস) অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। এরপর ইয়ুথ লার্নিং সেন্টারের নারী লার্নারদের মধ্য থেকে কয়েকজন লার্নার তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সফলতার গল্প উপস্থিত সকলকে শুনিয়ে অনুপ্রাণিত করেন। তারা জানান ওয়াইএলসিতে আসার পর কিভাবে তাদের জীবন পাল্টে গিয়েছে। তারা তাদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছে এবং নিজের ও পরিবারের আর্র্থিক চাহিদা পূরণে চেষ্টা করছে। তারা এখন স্বপ্ন দেখছেন নিজেদের পাশাপাশি আরও অনেক নারীর স¦প্ন পূরণের সারথী হওয়ার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ নারী লার্নারদের কে উদ্দেশ্য করে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা পরিষদ জলঢাকা। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সাংস্কৃতিক আয়োজনে লার্নাররা দলীয় সংগীত, কবিতা, একক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের সম্পুর্ন আয়োজনটির উপস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই ওয়াইএলসি এর লার্নারদের দ্বারা পরিচালিত হয়। লার্নারদের তৈরিকৃত পণ্যসামগ্রী প্রদর্শনীর জন্য স্টলের ব্যবস্থা করা হয়। উপস্থিত সকলে স্টল প্রদর্শন ও বিভিন্ন রকম পণ্যসামগ্রী ক্রয় করেন। উক্ত অনুষ্ঠনে প্রায় ত্রিশ জনের মত সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, উদ্যেক্তা এবং প্রায় একশ জনের মত ইয়ুথ লার্নিং সেন্টার এর লার্নার ও ইয়ুথরা উপস্থিত ছিল। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কন্যারা সমাজে সমান অধিকার পাবে ও স্বপ্ন পূরণে আরও সামনে এগিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়াও ইউএসএস এর সহযোগীতায় জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন চেয়ারম্যান মো: সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে ্আন্তজার্তিক কন্যা শিশু দিবস পালিত হয় এবং প্রায় ৮০ জন কিশোরীদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে কিশোরীদের অংশগ্রহনে সাইকেল র‌্যালী হয় ।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It