1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

শেখ হাসিনা কখনও মেজর রানাকে মনোনয়ন দিবে না – অধ্যাপক গোলাম মোস্তফা

শাহজাহান কবির লেলিন, বিশেষ প্রতিবেদক
  • Time শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭ Times
শাহজাহান কবির লেলিন, বিশেষ প্রতিবেদক:
নীলফামারী জলঢাকায় বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য জনগনের কাছে পৌছে দিতে জলঢাকা আওয়ামিলীগ
শোভাযাত্রা ও জনসভার আয়োজন করেছে।। (১৩অক্টোবর ২০২৩)শুক্রবার সন্ধ্যায় কৈমারী ও শৈলমারী ইউনিয়ন আ’লীগের আয়োজনে, কৈমারী চড়ক ডাংঙ্গার মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  আওয়ামিলীগ উপজেলা শাখার সভাপতি, সাবেক সাংসদ  মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
কৈমারী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ছাইদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গোলাম মোস্তফা বর্তমান নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ রানা মোহাম্মদ (সোহেল)মেজর অবঃকে সমালোচনা করে বলেন,দশম নির্বাচনের পর একাদশ নির্বাচনে যিনি এমপি হয়েছেন রানা মোহাম্মদ  সোহেল। তিনি নিজের দায়িত্ব এড়িয়ে, নিজের ব্যবসা- বানিজ্যকে প্রতিষ্ঠা করার জন্য,ধোঁকাবাজি -প্রত্যারণা করে তারা, তিনি তখন সময় অতিক্রম করেছেন।বিদেশ এবং বিলাসী জীবন তাঁর।
সেদিন যখন নির্বাচন হয়,তখন মেজর রানা বলেছিল,আপনি আমার বড় ভাই।যেখান আপনি রেখে গেলেন,যে দায়িত্ব রেখে গেলেন, এ দাযিত্ব আমার। তিনি বলেন,দায়িত্ব পালন করাতো দুরের কথা, ৫ বছর চলে গেল আমাকে কোনদিন একটি ফোনও করেনি,কোন পরামর্শ নেয়নি।
গোলাম মোস্তফা আর-ও বলেন, এই ৫ বছর আমাদের বেদনার বছর।আমরা উন্নয়ন বঞ্চিত হলাম,আমাদের ছেলেমেয়েরা চাকুরী পেলনা,আমাদের কলকারখানা হলোনা,আমাদের শিক্ষা সম্প্রসারণ হলো না। সে পরের জমি দখল করে, এমনকি হিন্দুর দেবোত্তর সম্পত্তি দখলে নিয়েছে।সেখানকার মানুষ -আবার তাঁরাই আমাকে বলেছেন, হিন্দুর ঠাকুর,ঠাকুরদলের ঠাকুরদের অবমাননা করেছে। সাম্প্রদায়িক লোভী,গণদুশমন,দুর্নীতিবাজ,র্দুবৃত্ত রানা কি করে হিন্দুদের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়।
এই সাম্প্রদায়িক শক্তি,এই ভেদ -বিভেদের শক্তি, এই অপশক্তি,হিন্দু-মুসলমানের দুশমন,বড় দুশমন, এই লুটেরা,চরিত্রহীন,এই দুর্নীতিপরায়ণ দুশমন রানাকে না বলার জন্য জলঢাকাবাসীকে আহবান জানান তিনি।সাবেক এ-ই এমপি বলেন,(রানা নেভার ক্যান বি ইভেন দ্যা নমিনেশন অফ শেখ হাসিনা) শেখ হাসিনা কখনও রানাকে মনোনয়ন দিবে না।এই কথা এই প্রত্যয় আপনাদেরকে মনে রাখতে হবে।সামনের দ্বাদশ নির্বাচন ঘনিয়ে আসছে, এ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।  নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসীনে অধিষ্ঠিত করতে পারবো,এবং চলমান উন্নয়নের অগ্রযাত্রায় আবারো আওয়ামিলীগের বিজয়ী হবে-হবেই, ইনশাআল্লাহ্! সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক আবু সাঈদ শামীম, সহ-সভাপতি অধ্যক্ষ একে আজাদ, মোকলেছুর রহমান (সন্জু), সহ -সাধারন সম্পাদক চেয়ারম্যান আহম্মেদ হোসেন (ভেন্ডার),  সারোয়ার হোসেন (ছাদের), সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ,নারীনেত্রী মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আ’মিলীগের দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার বাবলা,সাংস্কৃতিক সম্পাদক প্রাণজিৎ রায় পলাশ,শচিন সেন,সিরাজুল ইসলাম,নারী নেত্রী পিউরি বেগম,রাশেদা বেগম,শ্রী বালা বাসন্তি রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন,সাবেক উপজেলা যুবলীগ নেতা মোকছুদার রহমান (লেনিন)।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It