1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

জলঢাকায় হোসনেয়ারা মা শিশু এন্ড জেনারেল হাসপাতালের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

শাহজাহান কবির লেলিন, বিশেষ প্রতিবেদক
  • Time শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২২ Times

নিলফামারী জেলার সাধারন মানুষের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে জলঢাকায় হোসনেয়ারা মা শিশু এন্ড জেনারেল হাসপাতালের ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।গত (২৬/অক্টোবর) বুধবার রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের সন্নিকটে- কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত হাসপাতালের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।এ সময় উপস্হিত ছিলেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, হাসপাতালের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ ও কাস্টমস অফিসার আব্দুস ছালাম, ব্যবস্হাপনা পরিচালক রেজাউল করিম রাজু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।দেখা গেছে, চিকিৎসা নিতে আসা মানুষের উপচে পড়া ভীড় দিল অনেক বেশী । আর এ ভীড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয় কর্তৃপক্ষকে। এরপরেও, দুর-দুরান্ত থেকে ছুটে আসা রোগিদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যান অভিজ্ঞ ডাক্তাররা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ হাসপাতালের কর্মযজ্ঞ। ৫০ টাকা রেজিষ্টেশন ফির মাধ্যমে প্রায় ৫০০ রোগীকে সাধারন আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন,সম্প্রতি এ হাসপাতালের সূচনা হয়েছে।ভৌগোলিক ভাবে আমাদের জলঢাকা নিলফামারী জেলার মাঝখানে। ডিমলা-ডোমার লালমনিরহাট জেলার হাতিবান্ধা -পাটগ্রামের মানুষের এপথে অনেক সহজলভ্য। এ বিবেচনায় এমন একটি হাসপাতালের জন্ম।হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু বলেন সামান্য কিছুতেই মানুষকে আর কষ্ট করে রংপুর কিংবা ঢাকায় যেতে হবেনা।আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ডায়াগনস্টিক বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আমরা চাহিদা অনুযায়ী স্বল্পখরচে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবাপ্রদান করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ অর্জনে সরকার তথা সকলের সহযোগিতার দরকার!

 

 

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It