1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

জলঢাকায় ঢাকা ল্যাবের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • Time সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৮ Times
Exif_JPEG_420

নীলফামারীর জলঢাকায় সোমবার স্বাস্থ্য সেবায় অদ্বিতীয় এ স্লোগানকে সামনে রেখে ঢাকা ল্যাব নামের একটি ডায়গনষ্টিক সেন্টারের উদ্বোধন করা  হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা শফিকুল গনি স্বপন, আহসান হাবিব শাহেদ, জাসদ নেতা সাজ্জাদ হোসেন সোহাগ, ঢাকা ল্যাবের এমডি মোনাব্বেরুল হোসেন ও ম্যানেজার মোঃ মামুনুর রশিদ মামুন, সহকারী ম্যানেজার মোতাসেম বিল্লাহ প্রমুখ। সততা ও সেবাই আমাদের মুল লক্ষ্য, একটি অত্যাধুনিক সুবিধা সম্মিলত কম্পিউটারাইজ ডায়গনস্টিক ও কনসলটেশন সেন্টার ঢাকা ল্যাব এ বিষয় গুলি উদ্বোধনি অনুষ্ঠানে আলোকপাত হয়। উপজেলা চেয়ারম্যান ফিতা কেটে এ ল্যাবের শুভ উদ্বোধন করে বক্তৃতা করেন। তিনি বলেন এ অঞ্চলের বেশিরভাগ মানুষ গরীব দুঃখী তাদের চিকিৎসা সেবা পেতে অনেককেই ঢাকা কিংবা রংপুরে যেতে হয়। এখন আর তা যেতে হবে না। অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে এ ঢাকা ল্যাব মানব দেহের পরীক্ষা নিরিক্ষায় এক অবিস্বরণীয় কার্যকরী ভুমিকা পালন করবে বলে এ আমার বিশ্বাস। এছাড়াও এখানে যেন দরিদ্র মানুষের স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিতে পারে সে জন্য ল্যাব কর্তৃপক্ষকে আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিল।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It