1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

জলঢাকায় পাট চাষিদের প্রশিক্ষণ 

রাশেদুজ্জামান সুমন, স্টাফ রিপোর্টার
  • Time মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫ Times

নীলফামারী জলঢাকায় ” সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে  পাট চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে ইউএনও ময়নুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা উপ সহকারী পাট কর্মকর্তা প্রিতম কুমার সরকার প্রমূখ। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক আওতাধীন অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন কৃষান কিষাণির মধ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় পাট চাষিদের উন্নত পাট উৎপাদন, সংরক্ষণ ও বেশি দাম পাওয়ার উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এবং বলা হয় পলিথিন পরিহার করে পাটের তৈরী পন্য ব‍্যাবহার করতে এতে পরিবেশর ভারসাম্য রক্ষা হবে।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It