1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সৈয়দপুরে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা   

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টার
  • Time বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০ Times

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করায় কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায়  অবস্থিত বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল  সিলগালা করা হয়েছে।

বুধবার  (১২ জুন) দুপুর থেকে বিকেল পযন্ত ওই অভিযান পরিচালনা করেন নীলফামারী ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোস্তফা কামাল ৷
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোস্তফা কামাল বলেন, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা জানতে পারি এই ফাইলেরিয়া হাসপাতালের অনুমোদন নেই। যা যা থাকা দরকার সেগুলোর প্রচুর ঘাটতি। অনুমোদন না থাকায় তা সিলগালা করা হয়েছে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, সৈযদপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন।

এলাকাবাসীর অভিযোগ কয়েক বছর আগে ফাইলেরিয়া চিকিৎসা কার্যক্রম বন্ধ করে হাসপাতালে অপচিকিৎসা শুরু করে
একটি মহল ৷ মহলটি শত শত যুবককে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা বানিজ্য করে ৷ এ নিয়ে কয়েক বছর দুটি গ্রুপে দ্বন্দ লেগে আসছিল ৷ এনিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হয় ৷ অবশেষে এসব অনিয়মের কারণে হাসপাতালটিতে সিলগালা করা হল ৷

 

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It