1. maniknews1980@gmail.com : editor :
  2. jalshahina@gmail.com : news.editor : moslahnur rahman chowdhury
  3. admin@bidrohinews24.com : admin :
রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

ইয়াসিনের স্বজনদের খুঁজে পেতে সহযোগিতা চাইছে পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • Time রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬ Times

রাজধানীর আদাবর থানা এলাকায় খুঁজে পাওয়া এক শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ। শিশুটির নাম মো. ইয়াসিন। আনুমানিক বয়স সাত বছর। পিতার নাম- আলামিন, মাতা- ঝর্না বেগম। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো ব্লু রঙের শার্ট এবং বাদামী রঙের পায়জামা। শিশুটি বর্তমানে তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ২৫ ফেব্রুয়ারি আদাবর থানা এলাকায় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে থানায় নিয়ে আসে টহল পুলিশ। ইয়াসিন তার পিতা-মাতার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে নাই। এ সংক্রান্তে ২৫ ফেব্রুয়ারি আদাবর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর– ১৪১৮।

ছবির শিশুটির কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। প্রয়োজনে ডিউটি অফিসারের ০১৭৪৫–৭৭৪৪৮৭ অথবা টিএনটি নম্বর– ০২৪৮১১৮৫৪২ যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা © All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It